সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব

সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ  © টিডিসি ফটো

রাজধানীর সাইন্স ল্যাব এলাকায় ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪.২০ মিনিট দিকে এ সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।

জানা যায়, ঢাকা সিটি কলেজের এক মেয়ে শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়।

আরো পড়ুন: মহার্ঘ ভাতার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

এদিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সাইন্স ল্যাব সংলগ্ন সবগুলো সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে। এ ছাড়াও আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইরফান আহত হয়েছেন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসীন উদ্দিন বলেন, ‘ঘন্টাব্যাপী দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ জানা যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’


সর্বশেষ সংবাদ