মোহাম্মদপুর মডেল কলেজে বিজয় দিবস উদযাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ PM
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার সকালে জাতীয় সংগীতের মাধ্যমে কলেজ অডিটোরিয়ামে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। লে. কর্নেল কাজী শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. কনক রায় চৌধুরী ও সহকারী অধ্যাপক মাসুদ হায়দার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে| বঙ্গবন্ধু যেমনি নিজের জীবনের থেকে বেশি ভালবাসতেন বাংলার মানুষকে ঠিক তোমাদেরও একই আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। এ দেশ পরিচালনায় দায়িত্ব একদিন তোমাদেরই নিতে হবে। তাই সুশিক্ষা গ্রহণ করে প্রকৃত মানুষ হতে হবে। এ সময় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদদের অবদানের কথা তুলে ধরেন তিনি।
এছাড়া অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দের সমন্বয়ে দলীয় সংগীত। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।