নির্বাচনের পূর্বেই মাধ্যমিকের ভর্তি পরীক্ষা

১৯ নভেম্বর ২০১৮, ০৭:০৮ PM

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেয়ার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় থেকে।  এই আবেদনের বিপরীতে অনুমোদন দেয়ার জন্য নীতিগত সিদ্ধান্তও গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

সূত্র জানায়, এই সপ্তাহের মধ্যেই অনুমোদনপত্র শিক্ষা মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হবে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ডিসেম্বরের ১৭-২০ তারিখের মধ্যে স্কুল গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে সম্মতি সূচক চিঠি পাঠানো হবে। যেহেতু এই সময় স্কুল গুলোতে ইসির কোন কার্যক্রম নেই তাই এই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, প্রথমে ২৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক হবার পর ডিসেম্বরের শেষ দিকে ভর্তি পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়, পরবর্তীতে ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা হবার দরুণ পরীক্ষা আয়োজন নিয়ে জটিলতা তৈরী হলে ইসি বরাবর এই চিঠি প্রেরণ করা হয়।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক বলেন, ১৭ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা ও লটারি আয়োজন করার সব প্রস্তুতি রয়েছে আমাদের। ইসি থেকে নির্দেশনা আসার পরই আমরা আমাদের আয়োজন সম্পন্ন করবো।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক অধ্যাপক আবদুল মান্নান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের বার্ষিক সমাপনী পরীক্ষা এগিয়ে এনেছি। এখন ইসির অনুমতি পেলে আগামী ২০ ডিসেম্বর প্রথম শ্রেণির লটারি আয়োজন ও ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছি।  আমরা লটারির ফলাফল ২০ তারিখেই প্রকাশ করবো তবে দ্বীতিয় থেকে ৭ম শ্রেণীর পরীক্ষার ফল ডিসেম্বরের শেষের দিকে অনলাইনে প্রকাশ হবে।

 

ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬