রাজশাহী বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ৫৬ জন, ফেল থেকে পাস ৪৮
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৪:১৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ০৪:১৬ PM
এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৬১ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৪৮ জন শিক্ষার্থী।
সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী রাজশাহী বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন পরীক্ষার্থী। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন পরীক্ষার্থী।
গত ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী, রাজশাহী বোর্ডে ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ২৬ হাজার ৮৭৭ জন।