ফেল থেকে জিপিএ-৫ পেলেন রাজশাহী বোর্ডের ৬ শিক্ষার্থী

২৪ ডিসেম্বর ২০২২, ০৬:২১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটাে

এসএসসি পরীক্ষায় ফেল করলেও ফল পুনর্নিরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের ছয় শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৬৪ জন।

শনিবার (২৪ ডিসেম্বর) এসএসসি’র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করে রাজশাহী শিক্ষা বোর্ড। প্রকাশিত ফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের বিভিন্ন স্কুলের ২০ হাজার ১৮১ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। আবেদনকৃতদের মধ্যে ১৫৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন পরীক্ষার্থী। 

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বাংলা প্রথম পত্রে ২ হাজার ২০৪ জন, বাংলা দ্বিতীয় পত্রে ২ হাজার ২০৪ জন, ইংরেজি প্রথম পত্রে ২ হাজার ৬৭৬, ইংরেজি দ্বিতীয় পত্রে ২ হাজার ৬৭৬ জন, গণিতে চার হাজার ৩৫৪ জন, ভূগোল ও পরিবেশে পাঁচ হাজার ৪৯৫ জন, উচ্চতর গণিতে ১ হাজার ৪৩ জন, কৃষি শিক্ষায় ৪৫৮ জন, পদার্থ বিজ্ঞানে ১ হাজার ৫৬৩ জন, রসায়নে ২ হাজার ১২২, জীব বিজ্ঞানে ৯২৬, পৌরনীতি ও নাগরিকতায় ১১৭ জন, অর্থনীতিতে ২৯৪ জন, ব্যবসার উদ্যোগে ৭৫ জন, হিসাব বিজ্ঞানে ৫৪, গার্হস্থ্য বিজ্ঞানে ১৮ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২৫৮ জন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় পাঁচ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী আবেদন করেন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। আর জিপিএ-৫ পায় ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে এবার মোট পাস করছেন এক লাখ ৬৭ হাজার ৫৮১ জন। এদের মধ্যে ছাত্র পাস করেছে ৮৫ দশমিক ৬২ শতাংশ আর ছাত্রী পাস করেছে ৮৬ দশমিক ১৭ শতাংশ।

সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬