বাতিল হওয়া বিষয়ের প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা নির্দিষ্ট সময়ে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৩ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৩ PM
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় বাতিল হওয়া দুই বিষয়ের প্রশ্নপত্র তৈরি হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, আমরা এরইমধ্যে নতুন প্রশ্নপত্র তৈরি করেছি। এই দুই পরীক্ষা আগের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
গত ২১ সেপ্টেম্বর (বুধবার) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির প্রশ্নফাঁসের কারণে ২২ সেপ্টেম্বর ওই বিষয়গুলো বাতিল ও পরীক্ষার নতুন সূচি ঘোষণা করে নির্দেশনা জারি করে বোর্ড।
আরও পড়ুন: ‘স্ক্রিন সমাবর্তন’ শিক্ষার্থীদের কাছে মরীচিকা, পান্তাভাত কিংবা যাত্রাপালার মতো।
বিষয়গুলো হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। এর মধ্যে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত বিষয়ের শুধুমাত্র প্রশ্নপত্র বাতিল করা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (বুধবার) জীববিজ্ঞান এবং ১ অক্টোবর (শনিবার) উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।