এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করে ৪০ হাজার টাকা জরিমানা গুনলেন দুই শিক্ষক

নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়
নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়  © সংগৃহীত

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করে ৪০ হাজার টাকা জরিমানা গুনছেন দুই শিক্ষক। ঝালকাঠির নলছিটির বাসিন্দা এই দুই শিক্ষককে উক্ত জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সালের ১১ (গ) ধারায় এ জরিমানা করেন।

আরও পড়ুন: অফিস সহকারীর ভুলে ডিগ্রিতে ভর্তি হতে পারেননি ৩৪ শিক্ষার্থী

দুই শিক্ষক হচ্ছেন- উপজেলার তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬) এবং ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮)।

এ ব্যাপারে ইউএনও রুম্পা সিকদার জানান, কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায় একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল সরবরাহ করছেন। তাৎক্ষণিক প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।


সর্বশেষ সংবাদ