এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করে ৪০ হাজার টাকা জরিমানা গুনলেন দুই শিক্ষক

নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়
নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করে ৪০ হাজার টাকা জরিমানা গুনছেন দুই শিক্ষক। ঝালকাঠির নলছিটির বাসিন্দা এই দুই শিক্ষককে উক্ত জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সালের ১১ (গ) ধারায় এ জরিমানা করেন।

আরও পড়ুন: অফিস সহকারীর ভুলে ডিগ্রিতে ভর্তি হতে পারেননি ৩৪ শিক্ষার্থী

দুই শিক্ষক হচ্ছেন- উপজেলার তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬) এবং ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮)।

এ ব্যাপারে ইউএনও রুম্পা সিকদার জানান, কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায় একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল সরবরাহ করছেন। তাৎক্ষণিক প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।