১৫০ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে, বরাদ্দ ২,১৫৪ কোটি টাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৫:০৫ PM

প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ১৫০টি উপজেলায় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিং কর্মসূচি’ চালু করতে যাচ্ছে সরকার। সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে, যা বিদ্যালয়ে ভর্তির হার বাড়াবে এবং ঝরে পড়ার হার কমাবে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫,৪৫২ কোটি টাকা।
এছাড়া, আগামী অর্থবছরে এই কর্মসূচির জন্য বাজেটে ২,১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে উপবৃত্তি দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে সহায়ক ভূমিকা রাখছে বলে বাজেট বক্তব্যে উল্লেখ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষার গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।
বলে রাখা প্রয়োজন, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা— যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।
প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।
এর আগে সোমবার (২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শেষে তাতে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সেখানে রেকর্ড করা হয় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনা। যা বিকাল ৩টায় সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন।