পরীক্ষা দিয়ে আন্দোলনে নামছেন এসএসসি শিক্ষার্থীদের একাংশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মে ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৪:০৭ PM
দুই দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীয় অংশ নেওয়াদের একাংশ। এই দাবিতে আগামী রবিবার (২৫ মে) শিক্ষা ভবনের (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি) সামনে সমাবেশ করবেন তারা। আজ বৃহস্পতিবার (২২ মে) এই কর্মসূচি ঘোষণা করে গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন তারা।
তাদের দাবির মধ্যে রয়েছে- চলতি বছর অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষায় তত্ত্বীয় (সিকিউ) ও বহুনির্বাচনি (এমসিকিউ) আলাদা আলাদা পাশ মার্ক বন্ধ করে দুটো মিলিয়ে পাস দেওয়া এবং সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা।
রাজধানীর ঢাকার একটি স্কুলের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তানভীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০১৮ সালের আগে যে রকম আলাদা আলাদা পাস মার্ক ছিল না। তাই আমরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আমরা এইভাবে রেজাল্ট মূল্যায়ন চাই। এ দাবিতে আগামী ২৫ মে ঢাকা শিক্ষা ভবনে সামনের চত্বরে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছি। সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরা হবে।
এই বিষয়টি বিবেচেনায় নিয়ে সরকার যেন পদক্ষেপ নেয়, তাই কর্মসূচির ডাক দিয়েছেন বলে জানিয়েছেন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এই শিক্ষার্থী।
প্রসঙ্গত, এবার ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ১৩ মে ইংরেজি-২ পরীক্ষা দিয়ে শেষ হয়। ১৩ থেকে ২২ মে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।