এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

  © টিডিসি ফটো

এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় ভোলায় মালিহা আফরিন সিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মৃতের পরিবারের দাবি, পরীক্ষা ভালো না হওয়ায় পরিবার ও সমাজকে মুখ দেখাতে পারবেনা এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছে এ শিক্ষার্থী।

বুধবার (২৩ এপ্রিল) রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। সিমি বাপ্তা মুছাকান্দি গ্রামের সাইফুল ইসলাম ফরাজির মেয়ে। এ বছর মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সিমি এসএসসি পরীক্ষায় গণিত ও আইসিটি পরীক্ষা খারাপ হয়। বৃহস্পতিবার গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে আগের পরীক্ষা ভালো হয়নি তার। এ জন্য সিমির মন খারাপ ছিল। পরিপ্রেক্ষিতে বুধবার রাতে রেজাল্ট ভালো হবেনা ভেবে চিরকুট লিখে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করেন।

দীর্ঘসময় ধরে সিমির সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে যান মা আকলিমা বেগম। মেয়ে রুমের দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকেন তিনি। পরে তিনি মেয়ের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। মায়ের চিৎকারে আত্মীয়স্বজনরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শিক্ষার্থীর লাশ স্বজনকে বুঝিয়ে দেওয়া হয়।’


সর্বশেষ সংবাদ