নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৫৮২

নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা
নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা  © সংগৃহীত

সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারে জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে ২৭ হাজার ৫৯৩ জনের মধ্যে অনুপস্থিত ৫৮২ জন পরীক্ষার্থী। তবে এ জেলায় অনুষ্ঠিত পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

জেলা প্রশাসন অফিসের দেওয়া তথ্যমতে এবারে জেলার ৬৬ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন ২৭ হাজার ৫শ ৯৩ জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসির ৩৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৩১৬ জন এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১৮৬ জন, দাখিলের ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৩শ ৬১ জন এরমধ্যে অনুপস্থিত ছিল ৩২৬ জন ও ভোকেশনালের ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯শ ১৬ জন এরমধ্যে অনুপস্থিত ছিলেন ৭০ জন পরীক্ষার্থী। 

মান্দা এসসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মো. নুরুজ্জামান বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ কেন্দ্রে কোন প্রকার অনিয়ম হয়নি। আশা করি এমন সুষ্ঠু, সুন্দর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাকী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। 

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদৎ হোসেন বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কক্ষে কোন প্রকারের অনিয়ম হয়নি। আমি আশা করি বাকী পরীক্ষাগুলো এমন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হবে।


সর্বশেষ সংবাদ