স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে থাইল্যন্ডের এআইটি

এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি)
এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি)  © সংগৃহীত

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি)। বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগমী ৩১ মে।

পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি

এ স্কলারশিপের আওতায় পড়ালেখার সম্পূর্ণ খরচ থাইল্যান্ডর সরকার বহন করবে। রয়েল থাই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। সম্পূর্ণ টিউশন ফি দেয়া হবে। ৪ সেমিস্টারের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

শিক্ষার্থীরা এ স্কলারশিপের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং এনভারনমেন্ট, রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন।

রয়্যাল থাই গভর্নমেন্ট (আরটিজি) স্কলারশিপ এর উদ্দেশ্য হল দেশের জনগণকে উদীয়মান এশিয়ন ইকোনমিক কমিউনিটি (এইসি) এর জন্য প্রস্তুত করা। এআইটিতে ফেলোশিপের মাধ্যমে প্রকৌশলী, বিজ্ঞানী এবং ব্যবস্থাপকদের বিশ্ব নাগরিক হওয়ার জন্য প্রস্তুত করতে চায় এবং থাইল্যান্ডের আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চালক হিসেবে আবির্ভূত করতে চায়। আর এই কারণে থাই শিক্ষার্থীদের মাস্টার্স এবং পিএইচডি করার জন্য একাডেমিক ফেলোশিপ দেওয়া হচ্ছে।

এআইটি থাইল্যান্ডের সেরা বিশ্ববিদ্যালয়। এটির অবস্থান এশিয়ার মধ্যে ১৪ তম।

আরও পড়ুন স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি।
* নিবন্ধন ফি।
* তবে বাসস্থান খরচ এবং জীবনযাত্রার খরচ প্রদান করা হবে না।

আবেদনের যোগ্যতা:

* আবেদনকারীদের অবশ্যই এশিয়ান যে কোনো দেশের নাগরিক হতে হবে।
* স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.৫ পেতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৫ পেতে হবে।

প্রয়োজনীয় নথি:

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* ইংরেজি দক্ষতা সনদ।
* দুইটি রিকমেন্ডেশন লেটার।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ