এক বছরের অ্যাওয়ারনেস ৩৬০ ফেলোশিপ-এ অংশগ্রহণ করুন

২৮ নভেম্বর ২০২১, ০৮:০৩ AM
অ্যাওয়ারনেস ৩৬০ ফেলোশিপ প্রোগ্রাম

অ্যাওয়ারনেস ৩৬০ ফেলোশিপ প্রোগ্রাম © সংগৃহীত

তরুণ সমাজসেবকদের জন্য এক বছরের ভার্চ্যুয়াল ফেলোশিপ এর সুযোগ দিচ্ছে বৈশ্বিক অলাভজনক সংস্থা ‘অ্যাওয়ারনেস ৩৬০’। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ ডিসেম্বর।

এ ফেলোশিপের আওতায় আবেদনকারীদের অনলাইনে প্রতি সপ্তাহে ২ ঘন্টার প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। প্রোগ্রাম শেষে প্রতিটি দেশ থেকে একজন করে ফেলো নির্বাচন করা হবে। যিনি এক বছরের জন্য ঐ দেশের কান্ট্রি অ্যাম্বাসেডর নির্বাচিত হবেন। আর নির্বাচিত কান্ট্রি অ্যাম্বাসেডর আগামী বছরের ‘গ্লোবাল লিডারশিপ কনফারেন্স’ এ অংশহণের জন্য বিমানে যাতায়াতের খরচ পাবেন।

‘অ্যাওয়ারনেস ৩৬০’ দুই বাংলাদেশি উদ্যোক্তার গড়া বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠান। শুরু থেকেই এ সংগঠনটি সুনামের সাথে কাজ করে আসছে। জাতিসংঘের এসডিজি নিয়ে বিশ্বের ২৩টি দেশে কাজ করা এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ২৬ বছর বয়সী শমী এবং সহ-প্রতিষ্ঠাতা রিজভী উঠে এসেছেন মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্সবের ৩০ বছরের কম বয়সী এশীয় অঞ্চলের ৩০০ তরুণের তালিকায়।

এর আগে প্রতিষ্ঠাতা শমী পুরস্কার গ্রহণ করেছিলেন প্রিন্সেস ডায়ানার ভাই লর্ড স্পেন্সার থেকে। কেনসিংটন প্যালেসে প্রিন্স উইলিয়ামের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। ২০২০ সালে ডায়ানা অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার থেকেও স্বীকৃতি পাওয়ার মত ঘটনাও উল্লেখযোগ্য।

অ্যাওয়ারনেস ৩৬০ এর সদর দপ্তর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এ। প্রতিষ্ঠানটি ফোর্বস, দ্য ডায়ানা অ্যাওয়ার্ড, গ্লোবাল সিটিজেন, গ্লোবাল চেঞ্জমেকারস, ইউনাইটেড নেশনস, স্যামসাং গ্লোবাল, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, দ্য কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রামসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দ্বারা স্বীকৃত।

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
* প্রতি দেশ থেকে একজন ফেলো নির্বাচন করা হবে। যিনি এক বছরের জন্য ঐ দেশের কান্ট্রি অ্যাম্বাসেডর নির্বাচিত হবেন।
* নির্বাচিত কান্ট্রি অ্যাম্বাসেডর ‘গ্লোবাল লিডারশিপ কনফারেন্স’ এ অংশহণের জন্য বিমানে যাতায়াতের খরচ পাবেন।
* অ্যাওয়ারনেস ৩৬০ আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ।
* নিজ সমাজের সেবা করার সুযোগ।
* একটি বৈশ্বিক নেটওয়ার্কে যোগদানের সুযোগ।
* সার্টিফিকেট
* রেকমেন্ডেশন লেটার

আবেদনের যোগ্যতা:

* ১৪ থেকে ২৫ বছর বয়সী হতে হবে।
* সমাজ সেবায় আগ্রহী হতে হবে।
* স্থিতিশীল ইন্টারনেট সংযোগ সহ একটি মৌলিক ডিভাইস থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ফরম পূরণ করে অনলাইনে আবেদন করা যাবে। ফরমটি পেতে ক্লিক করুন এখানে
বিস্তারিত জানতে পড়ুন

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9