স্নাতকে স্কলারশিপ দিচ্ছে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি

স্কলারশিপ দিচ্ছে হংকং এর সিটি ইউনিভার্সিটি
স্কলারশিপ দিচ্ছে হংকং এর সিটি ইউনিভার্সিটি  © সংগৃহীত

২০২২ শিক্ষাবর্ষে স্নাতকে পড়ার জন্য স্কলারশিপ দিচ্ছে হংকং এর সিটি ইউনিভার্সিটি। এর মাঝে কিছু বৃত্তি সম্পূর্ণ বিনামূল্যে এবং কিছু আংশিক মওকুফ করে দেয়া হবে। ভর্তির পর মেধার ভিত্তিতে বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়টি উচ্চ ক্রীড়া পারফরম্যান্সের উপর ভিত্তি করে আন্তর্জাতিক ক্রীড়াবিদ বৃত্তিও প্রদান করে থাকে।

আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর।

সুযোগ-সুবিধা:

ফুল বৃত্তি - শীর্ষস্থানীয় বৃত্তি প্রাপ্তদের ১ লাখ ৮০ হাজার হংকং ডলার (প্রায় ২০ লাখ টাকা) দেয়া হবে। যা ক্যাম্পাসে বাসস্থান, বার্ষিক টিউশন ফি এবং জীবন যাত্রার খরচ বহন করার জন্য যথেষ্ট।

হাফ বৃত্তি - বৃত্তি পুরস্কার বার্ষিক টিউশন ফি অর্ধেক অথবা সম্পূর্ণ বহন করবে।

অন্যান্য - শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৩০,০০০ হংকং ডলার (প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা) অনুদান।

আবেদনের শর্ত:

  • সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • আবেদনকারীদের অবশ্যই হাই স্কুল থেকে একটি সার্টিফিকেট থাকতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই অসামান্য একাডেমিক রেকর্ড এবং নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।
  • তাদের অবশ্যই হংকংয়ের সিটি ইউনিভার্সিটিতে স্নাতক কোর্সের জন্য ভর্তি হতে হবে।

আবেদন পদ্ধতি:

আবেদনের জন্য ক্লিক করুন এই লিংকে-

https://www.cityu.edu.hk/sds/web/studentlife_scholarships_esfns.shtml

হংকংয়ের কওলুনে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ১৯৮৪ সালে সিটি পলিটেকনিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৯৪ সালে এটি স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।


সর্বশেষ সংবাদ