নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ফেলোশিপ, ডক্টোরাল রিসার্চার হিসেবেও আবেদনের সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ০৩:৩৭ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দুটি ফেলোশিপের অধীনে ছয়টি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল। পাশাপাশি ভিজিটিং ডক্টোরাল রিসার্চার প্রোগ্রামেও আবেদন আহবান করছে। ফেলোশিপ দুটি হলো—গ্লোবাল ফেলো প্রোগ্রাম ও এমিল নোয়েল ফেলোশিপ প্রোগ্রাম। ফেলোশিপ সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো।
(১) গ্লোবাল ফেলো প্রোগ্রামঃ-
গ্লোবাল ফেলো প্রোগ্রাম সারা বিশ্বের শিক্ষাবিদ, অনুশীলনকারী, সরকারি কর্মকর্তা ও পোস্ট-ডক্টরাল স্কলারদের জন্য নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ ল-এ একটি সেমিস্টার বা এক একাডেমিক বছর আবাসিক সুবিধাসহ কাটানোর সুযোগ দেয়। গ্লোবাল ফেলো প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হলো, গবেষণার অগ্রগতির মাধ্যমে উচ্চতর জ্ঞানসমৃদ্ধ মানুষ তৈরি করা।
গ্লোবাল ফেলোশিপ ও এমিল নোয়েল ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে ফেলোরা তাঁদের গবেষণালব্ধ জ্ঞান সহকর্মী, ছাত্র ও শিক্ষকদের সঙ্গে ভাগ করে নেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি, ২০২৪ ।
এই ফেলোশিপের আওতায় মোট তিনটি প্রোগ্রামে ফেলোশিপের আবেদন করা যাবে।
* গ্লোবাল ও সিনিয়র গ্লোবাল রিসার্চ ফেলোশিপ যাদের জন্য: আইন বিষয়ে খুব মেধাবী এমন শিক্ষার্থী অথবা দশ বছর বা তার বেশি সময় ধরে ফ্যাকাল্টি মেম্বার।
* শুধু আইন ও প্রশাসনে যুক্ত ব্যক্তিদের জন্য গ্লোবাল ও সিনিয়র গ্লোবাল ফেলোশিপ যাদের জন্য: সরকারি কর্মকর্তা, বিচারক, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা এবং প্রাইভেট প্র্যাকটিসের আইনজীবী, যাঁরা গুরুত্বপূর্ণ উচ্চতর পড়াশোনা করার জন্য তাঁদের পদে থেকেই একটি সেমিস্টার বা একাডেমিক বছর নিতে চান।
* পোস্ট-ডক্টরাল গ্লোবাল ফেলোশিপ যাদের জন্য: পোস্ট-ডক্টরাল স্কলার যাঁরা গত চার বছরে তাঁদের ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দেননি।
এই ফেলোশিপের আওতায় মেধার বিচারে প্রত্যেক ফেলো প্রতি সেমিস্টারে ২৫ হাজার ডলার অথবা প্রতি একাডেমিক বছরের জন্য ৫০ হাজার ডলার ভাতা পেয়ে থাকেন।
গ্লোবাল ফেলোশিপে আবেদনের যোগ্যতা এবং বিস্তারিত জানতে ক্লিক করুন
কোনো জিজ্ঞাসা থাকলে ই-মেইল করুন: law.global@nyu.edu
(২) এমিল নোয়েল ফেলোশিপ প্রোগ্রামঃ-
এই ফেলোশিপের প্রধান উদ্দেশ্য হলো সেই সব ধারণা, কাজের ক্ষেত্র ও পেপারগুলোর ওপর উচ্চতর জ্ঞানচর্চা ও গবেষণায় উৎসাহিত করা যেগুলো জিন মননেট সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল ইকোনমিক ল অ্যান্ড জাস্টিস কর্তৃক অগ্রাধিকার দেওয়া হয়। যার মধ্যে রয়েছে ইউরোপিয়ান ইন্টিগ্রেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) প্রকাশনাসংক্রান্ত, আঞ্চলিক আইন, বিচার ও সাংবিধানিক আইন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৪।
এই ফেলোশিপের আওতায় মোট তিনটি প্রোগ্রামে ফেলোশিপের জন্য আবেদন করা যাবে:
*গ্লোবাল ও সিনিয়র গ্লোবাল এমিল নোয়েল রিসার্চ ফেলো যাদের জন্য: পোস্ট-ডক্টরাল বা আইন বিষয়ে উচ্চতর পড়াশোনা আছে এমন একাডেমিকস।
*শুধু আইন ও প্রশাসনে যুক্ত ব্যক্তিদের জন্য গ্লোবাল এমিল নোয়েল ফেলোশিপ যাদের জন্য:সরকারি কর্মকর্তা, বিচারক, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা এবং প্রাইভেট প্র্যাকটিসের আইনজীবী, যাঁরা গুরুত্বপূর্ণ উচ্চতর পড়াশোনা করার জন্য তাঁদের পদে থেকেই একটি সেমিস্টার বা একাডেমিক বছর নিতে চান।
*পোস্ট-ডক্টরাল গ্লোবাল এমিল নোয়েল ফেলোশিপ যাদের জন্য: পোস্ট-ডক্টরাল স্কলার, যাঁরা গত চার বছরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দেননি।
এই ফেলোশিপের আওতায় মেধার বিচারে প্রত্যেক ফেলো প্রতি সেমিস্টারে ২৫ হাজার ডলার অথবা প্রতি একাডেমিক বছরের জন্য ৫০ হাজার ডলার ভাতা পেয়ে থাকেন।
এমিল নোয়েল ফেলোশিপ প্রোগ্রামে আবেদনের যোগ্যতা এবং বিস্তারিত জানতে ক্লিক করুন
কোনো জিজ্ঞাসা থাকলে ই-মেইল করুন: JeanMonnet@nyu.edu
(৩) ভিজিটিং ডক্টরাল রিসার্চার প্রোগ্রামঃ
ভিজিটিং ডক্টরাল গবেষকেরা হলেন সেইসব ডক্টরাল প্রার্থী, যারা অন্য কোনো প্রতিষ্ঠানে ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামে আছেন এবং একই সঙ্গে নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল–তে তাঁদের গবেষণার এক বছর ব্যয় করে উপকৃত হতে চান।
ভিজিটিং ডক্টরাল গবেষকেরা বিভিন্ন একাডেমিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে আইন স্কুল কমিউনিটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৪।
আরও পড়ুন: যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ, সঙ্গে ১৩ লাখ টাকা
ভিজিটিং ডক্টরাল রিসার্চার প্রোগ্রামে আবেদনের আবেদনের যোগ্যতা এবং বিস্তারিত জানতে ক্লিক করুন
কোনো জিজ্ঞাসা থাকলে ই-মেইল করুন: jsdcoordinator@nyu.edu