প্রকৌশল গুচ্ছের ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেলে

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। খাতা মূল্যায়ন শেষে শিগগিরই ফল প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ভর্তিচ্ছুদের খাতা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মূল্যায়ন করা হবে। সেখানে রাজশাহী ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগামীকাল ওএমআর শিটসহ প্রতিনিধি দল খুলনাতে যাবেন।

ওই সূত্র আরও জানায়, প্রকৌশল গুচ্ছের ফল প্রকাশের ডেড লাইন নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট। তবে এর আগেই ফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ করতে পারলে আগামী শনিবারের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন: চবিতে ফের নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস 

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা গ্রহণের দুই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আমরা সেভাবেই কাজ করছি। যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তথ্যমতে, এবার চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। 

রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে সর্বমোট ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে অংশ নিয়েছে ৬২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ