উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করেছে। সোমবার (২৮ মার্চ) এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৭১ শতাংশ। বাউবির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাউবির এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিলো ১ লাখ ৩৬ হাজার ৮৮৪ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ১ লাখ ৬ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৪২ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের মধ্যে ২৫২ জন এ প্লাস, ৬ হাজার ৬৮৯ জন এ, ১১ হাজার ৯৩৫ জন এ মাইনাস, ৭ হাজার ৯৫২ জন বি, ২ হাজার ৯১০ জন সি এবং ২২২ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২১৮ জন ছাত্র এবং ১২ হাজার ৭৪২ জন ছাত্রী। বিস্তারিত ফলাফল (www.bou.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ

অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান জানান, ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষার ফল সোমবার বিকেল ৪টায় প্রকাশিত হয়েছে।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) রাত ৮টা থেকে পাওয়া যাবে। ফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও অভিযোগ থাকলে ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে। এ সময়ের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence