৪২তম বিশেষ

৩৯৫৭ চিকিৎসক নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

ডাক্তার
ডাক্তার  © সংগৃহীত

৪২তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ৩ হাজার ৯৫৭ চিকিৎসক। উ জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উত্তীর্ণদের তালিকা গ্যাজেট আকার প্রকাশ করেছে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখিত তথ্য অনুযায়ী, সহকারী সার্জন পদে এসব স্বাস্থ্য ক্যাডারকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জনতা ব্যাংকে অফিসার পদে নিয়োগের প্রাথমিক তালিকা প্রকাশ

নিয়োগপ্রাপ্তদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

করোনার প্রেক্ষাপটে ৪ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে ২০২০ সালে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ছয় হাজার ২২ জন।

গত বছরের ৬ জুন থেকে ভাইভা শুরু করে পিএসসি। ভাইভা শেষে গত বছরের ৯ সেপ্টেম্বর ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে মোট চার হাজার প্রার্থীকে চিকিৎসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

 


সর্বশেষ সংবাদ