এক ক্লিকেই দেখুন জাবির ৫ ইউনিটের ফল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১০:৩৫ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২১, ১০:৩৫ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ৫টি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এসব ইউনিট হচ্ছে- ‘বি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিট।
তাছাড়া আরও ৫টি ইউনিটের পরীক্ষা এখনও বাকি রয়েছে। এসবের মধ্যে রয়েছে- ‘এ’, ‘সি’ ‘ই’, ‘সি-১’ এবং ‘আই’ ইউনিট। গত ৯ নভেম্বর শুরু হয়ে বিভিন্ন ইউনিটের পরীক্ষা শেষ হবে আগামী ২২ নভেম্বর।
এদিকে, আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ‘ই’ এবং ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৮ নভেম্বর ‘সি’ ইউনিটের এবং ২১ এবং ২২ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে গতকাল সোমবার (১৫ নভেম্বর) সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৩ হাজার ৭৯১ জন শিক্ষার্থী, যা ৬২ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২২৬ জন পরীক্ষার্থী। পাসের হার ২৬ শতাংশ। এই ইউনিটে ৭৭ দশমিক ৩৬ নম্বর পেয়ে ছেলে এবং ৭৫ দশমিক ০২ নম্বর পেয়ে মেয়ে প্রথম হয়েছে।