চবি ভর্তি: ‘এ’ ও ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

০৫ নভেম্বর ২০২১, ০৩:৩৪ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

সংশ্লিষ্ট অনুষদের সবুজ সংকেত না পাওয়া এবং কারিগরি ত্রুটির সমাধান না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘এ’ এবং ‘ডি’ ইউনিটের ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। বিষয়গুলো দ্রুত সমাধান করে ফল প্রকাশ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সবকিছুই প্রস্তুত রয়েছে। তবে বিজ্ঞান অনুষদের সবুজ সংকেত না পাওয়ায় ফল ওয়েবসাইটে আপলোড করতে পারেনি আইসিটি বিভাগ। আর ‘ডি’ ইউনিটের ফল নিয়ে সৃষ্ট কারিগরি জটিলতা এখনো সমাধান না হওয়ায় এই ইউনিটের ফলও প্রকাশ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে আইসিটি সেলের পরিচালক ড. খাইরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ’ ইউনিটের ফল প্রকাশের জন্য আমরা প্রস্তুত। বিজ্ঞান অনুষদ থেকে সবুজ সংকেত পেলে আমরা ওয়েবসাইটে প্রকাশ করবো।

‘ডি’ ইউনিটের ফল প্রকাশের বিষয়ে চবি রেজিস্ট্রার প্রফেসর এস. এম. মনিরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভুল ফল প্রকাশের চেয়ে একটু সময় নিয়ে সঠিক ফল প্রকাশ করা উচিত। সেজন্য ‘ডি’ ইউনিটের ফল প্রকাশে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ১ ও ২ নভেম্বর চার শিফটে ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ৯১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৬ শতাংশ।

‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬