কারিগরি জটিলতায় আটকে আছে চবির ‘ডি’ ইউনিটের ফল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

২০২০-২১ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল কারিগরি জটিলতায় আটকে রয়েছে। সমস্যা সমাধানে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির টেকনিক্যাল টিম। শিগগিরই এ সমস্যা সমাধান করে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফল প্রকাশের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

‘ডি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী বৃহস্পতিবার সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকে রাতেই ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু আমাদের কিছু কারিগরি জটিলতার কারণে আজকে আর প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

তবে ‘ডি’ ইউনিটের আনুষ্ঠানিক ফল প্রকাশিত না হলেও পাস-ফেলের একটি পরিসংখ্যান ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এতে দেখা গেছে, ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ৩০১ জন শিক্ষার্থী। এ বছর ‘ডি’ ইউনিটে পাসের হার ২৮.১৩ শতাংশ। এবং ফেল করেছেন ৭১ দশমিক ৮৭ শতাংশ।

মুস্তাফিজুর রহমান বলেন, ‘ডি’ ইউনিটের ফল প্রকাশে আগামীকাল শুক্রবার ভর্তি কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে। কারিগরি সমস্যা সমাধান করতে পারলে এ সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত শনি ও রবিবার (৩০ ও ৩১ অক্টোবর) ৪ শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ৫৪ হাজার ২৫২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ৩৫ হাজার ৫০২ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৪৪ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৭৫০ জন। যা শতকরা হিসেবে ৩৪ দশমিক ৫৬ শতাংশ।


সর্বশেষ সংবাদ