চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫১.৯৩ শতাংশ

৩০ অক্টোবর ২০২১, ০৯:৫৫ AM
চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫১.৯৩ শতাংশ

চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫১.৯৩ শতাংশ © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে ১৩ হাজার ৯১৮ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। পাস করেছেন ৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। সে হিসাবে পাশের হার ৫১.৯৩ শতাংশ।

শনিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুপুরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হবে। ভর্তিচ্ছুরা এর পর থেকে ফলাফল দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সূত্রে জানা গেছে, ১০ হাজার ১৩২ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫ হাজার ২৬১ জন। ফেল করেছে ৪ হাজার ৮৭১ জন। ফেলের হার ৪৮.৮ শতাংশ।

এর আগে, গতকাল শুক্রবার ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে সম্পন্ন হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৪৬ শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ২৭ দশমিক ২১ শতাংশ।ি

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের প্রথম দিনের ভর্তি পরীক্ষা আজ শনিবার বেলা ১১টা থেকে শুরু হবে। দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রতি শিফটে ১৩ হাজার ৫৬১ জন করে মোট ২৭ হাজার ১১২জন ভর্তিচ্ছু অংশ নেবে।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬