রাবি ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটের ফল রাত ১০টার পর

রাবির ‘বি’ ইউনিটের ফল রাত ১০টার পর
রাবির ‘বি’ ইউনিটের ফল রাত ১০টার পর  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার রাত ১০টার পর প্রকাশ করা হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফল আপলোডের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বি’ ইউনিটের ফল ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আপলোডের কাজ চলছে। আশা করছি রাত ১০টার পর থেকে ভর্তিচ্ছুরা প্রকাশিত ফল দেখতে পারবেন।

পড়ুন: রাবির ‘এ’ ইউনিটে ফরিদুলের ১ম হওয়ার গল্প

এর আগে, গত বুধবার (৬ অক্টোবর) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন। এর মধ্যে এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন আবেদন করেছেন।


সর্বশেষ সংবাদ