শাবিপ্রবির প্রথম মেধাতালিকা প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহিত

শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  ২০২১-২২ শিক্ষাবর্ষের  স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।শুক্রবার (৪নভেম্বর )বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

প্রথম মেধা তালিকার ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১১ ই নভেম্বর পর্যন্ত । মূল কাগজপত্র  ৭-১২ নভেম্বরের মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে। 

শাবিপ্রবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

শাবিপ্রবির বাণিজ্য অনুষদভুক্ত ‘সি‘ ইউনিটের প্রথম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

শাবিপ্রবির মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের প্রথম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাবিপ্রবির তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৩১৩ জন। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ২৬ হাজার ৬৫০ জন।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১৯ হাজার ৯০৪ জন। মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৪ হাজার ৭৪৩ জন এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন দুই হাজার ৩ জন।

বিশ্ববিদ্যালয়টির ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট ১৬৬৬টি আসন রয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিশ্ববিদ্যালয়টির ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ১০৫১টি আসন রয়েছে।বি ইউনিটের আসন সংখ্যা মােট ৯৯০।

উপরে উল্লিখিত আসন ছাড়াও মুক্তিযােদ্ধার সন্তান (২৮ জন), ক্ষুদ্র নৃ-গােষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত (২৮ জন), প্রতিবন্ধী (১৪ জন), চা শ্রমিক (০৪ জন), পােষ্য (২০ জন) এবং বিকেএসপি কোটায় (৬ জন) সর্বমােট ১০০টি আসন সংরক্ষিত রয়েছে।


সর্বশেষ সংবাদ