বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসের প্রথম দিনে যবিপ্রবির ৩ পদক জয়
- যবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৪ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৬ PM
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এর প্রথম দিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ১টি সিলভার ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। মেয়েদের হাফ ম্যারাথনে দ্বিতীয় হয়ে সিলভার পদক পেয়েছেন সানজিদা আক্তার সাথী। ছেলেদের হাফ ম্যারাথনে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে আলামিন ও সাইক্লিংয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে উম্মে হাফসা রুমকি। তারা সবাই যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে হাতিরঝিলে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এবারের আসর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির সভাপতি নাহিম রাজ্জাক এমপি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আবহাওয়া অনুকূলে না থাকায় ম্যারাথন ২১ থেকে কমিয়ে ১৪ কিলোমিটার করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক প্রতিযোগী।
ছেলেদের হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ হোসেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামির হাসান খান।
আরও পড়ুন: ইবি শিক্ষার্থী তামান্নার স্বর্ণপদক জয়
মেয়েদের হাফ ম্যারাথনে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না এবং তৃতীয় স্থান অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাজি মালিহা হোসাইন প্রীতি।
এছাড়া মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের স্নিগ্ধা আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাথী জাহান।
উল্লেখ্য এবারের বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এর তৃতীয় আসরে ১২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।