শিক্ষার্থীদের ধৈর্য্য ধরতে বললেন বাঙলা কলেজ অধ্যক্ষ
- বাঙলা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৯:২৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২২, ০৯:২৩ PM
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাঙলা কলেজ অধ্যক্ষ ড. অধ্যাপক ফেরদৌসী খান।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮ টায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) নেতাদের এ কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের ধৈর্য্য ধারণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বাস, ক্যান্টিনসহ শিক্ষার্থীদের সব দাবি দাওয়া নিয়ে কলেজ প্রশাসন কাজ করছে। আগামী ১০/১৫ দিনের মধ্যে পজিটিভ দৃশ্যমান ফলাফল দেখা যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
অধ্যক্ষকের এই বক্তব্য বাঙলা কলেজ সাংবাদিক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। পোস্টে শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
হাসিবুল হাসান হৃদয় নামে এক শিক্ষার্থী ওই পোস্টে কমেন্টে বলেছেন, ‘‘৩ বছর থেকে এসব শুনে আসছি ভাই,কোনো রকম এই জেলখানা থেকে বের হতে পারলেই এখন আলহামদুলিল্লাহ।’’
মো. আল আমিন নামে আরও এক শিক্ষার্থী কমেন্টে লিখেছেন, ১০/১৫ দিন না ১০/১৫ বছর?? ভালো করে শোনার জন্য অনুরোধ করছি।
‘‘ছাত্ররা ঠান্ডা হয়ে গেলে আবার ভুলে যাবেন সব!’’ ফজলে রাবানা নামে এক শিক্ষার্থীও যোগ করেন।
এর আগে ২১ আগস্ট সরকারি বাঙলা কলেজে ৪ দফা দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা।
দাবিগুলো ছিল-
১. মেয়েদের হল নির্মাণ করতে হবে
২. ক্যান্টিন নির্মাণ করতে হবে
৩.বাসের ব্যবস্থা করতে হবে
৪.ক্যাম্পাসের লেকটিকে স্থায়ীভাবে পরিষ্কার করে পরিবেশ বান্ধব এবং ব্যবহার উপযোগী করতে হবে।