এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত ফির প্রতিবাদ জনতা কলেজ শিক্ষার্থীদের

এইচএসসি শিক্ষার্থীদের প্রতিবাদ
এইচএসসি শিক্ষার্থীদের প্রতিবাদ  © টিডিসি ফটো

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি ধার্য করা হয়েছে অভিযোগ করে ফি কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারী জনতা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।

কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া কলেজের অন্যান্য কোন ধরনের বেতন তারা দিতে পারবেন না।

আরও পড়ুন: ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা কাল, আসনপ্রতি ৬২ জন

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল লতিফ বলেন, ছাত্র-ছত্রীরা ফরম ফিলাপে টাকা কমানো দাবী করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি মো. আল ইমরানের নির্দেশ ১ হাজার টাকা কমানো হয়েছে। তারপরও শিক্ষার্থীরা আন্দোলন করছে যা অযৌক্তিক। শুধু বোর্ড নির্ধারিত ফি ও কলেজের মাসিক বেতন ধরা হয়েছে।

কলেজ শিক্ষক গোলাম সরোয়ার বাদল শিক্ষার্থীদের বলেন, তোমাদের দাবী যা ছিল তার চেয়েও বেশী কমানো হয়েছে। কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান এক প্রশ্নের জবাবে বলেন, বিভিন্ন দিক বিবেচনা করে কমিয়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের আর সমস্যা হবে না আশা করি।


সর্বশেষ সংবাদ