ঢাকা কলেজ এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ

ঢাকার নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ হয়ে গেছে। মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার পরে এই সেবা বন্ধ হয়ে যায়।

অপারেটর সূত্র জানিয়েছে, সরকারি নির্দেশনা পাওয়ার পর ওই এলাকায় দ্রুত গতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হলো।

দেশে মোবাইল অপারেটর চারটি। এর মধ্যে দুটি অপারেটর সূত্রে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার বিষয়টি জানা গেছে। ওদিকে ঢাকা কলেজ এলাকায় অবস্থানকারী কয়েক ব্যক্তি জানিয়েছেন, তাঁরা মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট পাচ্ছেন না।

আরও পড়ুন: ঢাকা কলেজের হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবরুদ্ধ

এদিকে নিউমার্কেট এলাকায় ঘণ্টা খানিক থেমে থাকার পর ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে আজ মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। ব্যবসায়ীরা ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে কলেজের ভেতরে শিক্ষার্থীদের দিকে ইটপাটকেল ছুড়ছেন এবং কলেজের ভেতর থেকে শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুড়ছেন।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রয়েছে। সংঘর্ষ থামাতে পুুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। 

এদিকে, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিকালে ঢাকা কলেজে প্রবেশ করেছেন। তারা ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেছেন।  


সর্বশেষ সংবাদ