ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২২ নভেম্বর ২০২১, ০৮:১৮ AM
ইসলমী বিশ্ববিদ্যালয়

ইসলমী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৩তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ। ৪২ বছর পেরিয়ে ৪৩ বছরে পা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে বিভিন্ন রঙের আলোর জলকানিতে আলোকিত হয়েছে ক্যাম্পাস। আবাসিক হল গুলো যেন সেজেছে নববধূর সাজে। এছাড়া বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৮টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে ১৫ হাজার ৩৮৪ শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যাদের মধ্যে ছাত্র ১০ হাজার ২৯১ এবং ছাত্রী ৫ হাজার ৯৩ জন। বর্তমানে ৩৯০ জন শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন। এছাড়াও ৪৬৮ জন কর্মকর্তা, ১৫২ জন সহায়ক কর্মচারী এবং ১৭১ জন সাধারণ কর্মচারী কর্মরত রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দিতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ থাকতে হবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেত চাই।

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ০৩ জানুয়ারি ২০২৬
জামাইয়ের গাড়ির চাপায় প্রাণ গেল শ্বশুরের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন করেছে এনবিআর
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঢাকায় ৭ বছরের রেকর্ড ভাঙতে পারে শীতের তীব্রতা
  • ০৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কবে-কোথায়, কত ছিল?
  • ০৩ জানুয়ারি ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় নেতার মনোনয়ন বাতিলের পর সরকারি কর্মকর্ত…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!