সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ইবিতে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ

প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ
প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ  © টিডিসি ছবি

‘সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি, সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ করেছে নারী অধিকার উপকমিটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করে তারা।

সংগঠনটি কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে সম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে নিন্দা জানান। এছাড়া অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার আহবান করে।

কবিতা ও গানে তারা বলেন, তুমি যে রংয়ের কাপড় পরিধান কর তা আমিও পরিধান করি, তুমি যে পথ দিয়ে হাট আমিও সে পথ দিয়ে হাটি, তুমি যে মায়ের দুধ পান করেছ আমিও সে মায়ের দুধ পান করেছি। তাহলে এত কিসের বিভেদ? আর যেন ধর্মের দোহাই দিয়ে না ঝরে কারো প্রাণ, শান্তিতে বেঁচে থাকুক সবার জীবন।

এ সময় আবৃত্তি পরিষদের জান্নাতুল ফেরদৌস মিরার সঞ্চালনায় প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশে
আবৃতি পরিষদের সহ-সভাপতি ওরেসুন্নেছা মেমি, সাহিত্য বিষয়ক সম্পাদক হয়াতে জান্নাত, নাইমা জাহান, জান্নাতুল ফারজানা, রুকাইয়া জান্নাতি রুকু, পিয়াঙ্কা কুন্ডু, ওয়াহিদা আশা, স্মৃতি পাল এবং মারিয়া জাহান এশা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ