জবিতে টিকা নিবন্ধনের দ্বিতীয় প্রক্রিয়া শুরু কাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) করোনাভাইরাসের টিকা নিবন্ধনের দ্বিতীয় প্রক্রিয়া আগামীকাল বুধবার থেকে শুরু হবে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পরিচয় পত্র (এনআইডি) না থাকা এবং নতুন করে এনআইডি কার্ড পাওয়ার পরেও করোনার টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে না পারা শিক্ষার্থীরা দ্বিতীয় প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের নামের তালিকা স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) ধারী শিক্ষার্থী/গবেষককে ইংরেজী ক্যাপিটাল লেটারে জরুরী ভিত্তিতে আগামী ১৮-২৩ আগস্টের মধ্যে নিম্নবর্ণিত লিংকে চাহিত তথ্যাদি প্রদানের জন্য অনুরোধ করা হলো।

তথ্য প্রদানের লিংক www.jnu.ac.bd/vfc19

ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী এবং গবেষকগণ তথ্য প্রদান করেছেন তাদের তথ্য প্রদান করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, গত ৩ জুন বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম টিকা নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এরপর থেকে যেসব শিক্ষর্থীদের জাতীয় পরিচয় পত্র ছিল সেসব শিক্ষার্থী টিকার জন্য আবেদন করতে পেরেছিলেন। কিন্তু এনআইডি না থাকার কারণে অনেক শিক্ষার্থী টিকার জন্য আবেদন করতে পারেননি।


সর্বশেষ সংবাদ