লকডাউনে জবি শিক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা বাড়বে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৯:৫১ AM , আপডেট: ২৬ জুন ২০২১, ০৯:৫১ AM
সরকার ঘোষিত কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতির কারণে সময়সীমা বাড়াতে অসুবিধা নেই। এই পরিস্থিতিতে যতদূর পর্যন্ত নেওয়া যায়, বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে।
জানা যায়, শিক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমা দেওয়ার শেষ সময়সীমা রয়েছে ২৯ জুন পর্যন্ত।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। এ অবস্থায় সংক্রমণের লাগাম টেনে ধরতে আবারও জনসাধারণের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাটডাউন নয়, এটিকে ‘কঠোর বিধিনিষেধ’ হিসেবেই বাস্তবায়ন করা হবে। সোমবার থেকে এটি বাস্তবায়ন হবে।
আরও দেখুন:
সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন