খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ

২৮ জানুয়ারি ২০২১, ০৫:২৮ PM
খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ

খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দুই শিক্ষার্থীর উপর আরোপিত শাস্তি মওকুফ করেছে প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ করা হয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে।

শৃঙ্খলা বোর্ডের চিঠিতে বলা হয়, বোর্ড মনে করে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে আচরণের ব্যাপারে শ্রদ্ধাশীল হবেন এবং প্রাতিষ্ঠানিক বিধি-বিধান মেনে চলবেন।

শাস্তি মওকুফ হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান (রোল নং ১৮১৯৫৭) ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল ইসলাম (রোল নং ১৭২৭০৭)।

এর আগে গত ২৬ জানুয়ারি ওই দুই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর শৃঙ্খলা বোর্ড প্রদত্ত তাদের উপর আরোপিত শাস্তি মওকুফ করা হয়।

এদিকে দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বেশ কয়েকদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এ দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও ভর্তি করা হয় তাদের। পরে তারা তাদের ভুল শিকার করলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নিজে গিয়ে তাদের অনশন ভাঙান।

স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ধানের শী…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬