খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ

২৮ জানুয়ারি ২০২১, ০৫:২৮ PM
খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ

খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দুই শিক্ষার্থীর উপর আরোপিত শাস্তি মওকুফ করেছে প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ করা হয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে।

শৃঙ্খলা বোর্ডের চিঠিতে বলা হয়, বোর্ড মনে করে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে আচরণের ব্যাপারে শ্রদ্ধাশীল হবেন এবং প্রাতিষ্ঠানিক বিধি-বিধান মেনে চলবেন।

শাস্তি মওকুফ হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান (রোল নং ১৮১৯৫৭) ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল ইসলাম (রোল নং ১৭২৭০৭)।

এর আগে গত ২৬ জানুয়ারি ওই দুই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর শৃঙ্খলা বোর্ড প্রদত্ত তাদের উপর আরোপিত শাস্তি মওকুফ করা হয়।

এদিকে দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বেশ কয়েকদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এ দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও ভর্তি করা হয় তাদের। পরে তারা তাদের ভুল শিকার করলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নিজে গিয়ে তাদের অনশন ভাঙান।

শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘ইট দিয়ে থেতলানো হয় মাথা’, যেভাবে খুন করা হয় জামায়াত নেতাকে
  • ২৯ জানুয়ারি ২০২৬