পতাকার ডিজাইন পরিবর্তনের ঘটনা তদন্ত দাবি

১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৩০ PM
বিকৃত পতাকা হাতে বেরোবির শিক্ষকেরা

বিকৃত পতাকা হাতে বেরোবির শিক্ষকেরা © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিকৃত করে বিজয় দিবস উদযাপনের ঘটনার তদন্ত দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদ। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে বেগম রেকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকাকে অবমানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অধিকার সুরক্ষা পরিষদ।

অধিকার সুরক্ষা পরিষদ বলছে, জাতীয় পতাকার ডিজাইন পরিবর্তন করে ক্যাম্পাসে ওই পতাকা উড়ানো হয়েছে। জাতীয় পতাকা আইন অনুযায়ী এটা অপরাধ। কী উদ্দেশ্য কারা পতাকার ডিজাইন পরিবর্তন করলো তা তদন্তের দাবিও জানাচ্ছে অধিকার সুরক্ষা পরিষদ।

পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মসূচির অংশ হিসেবে এ পতাকার অবমানানা করা হয়। ছবিতে যাদের দেখা যায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রয়েছেন। একজন ডিন, একজন প্রভোস্ট, একজন সহকারী প্রক্টর, দুইজন সহকারী প্রভোস্টসহ বেশ কয়েকজন শিক্ষক রয়েছেন। এরা সবাই দায়িত্বশীল, উপাচার্যের নিয়োগপ্রাপ্ত ও ঘনিষ্ঠজন বলে পরিচিত।

আজই শেষ হচ্ছে ক্যাভালরির সঙ্গে শমিতের চুক্তি, নতুন গন্তব্য …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জানাজায় খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনাকে দায়ী করে যা বলা হলো …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির নজরদারিতে নোয়াখালীর ‘রহস্যজনক’ কোচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির নজরদারিতে নোয়াখালীর ‘রহস্যজনক’ কোচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খুবি শিক্ষকের পোস্টে খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার তুলনা, …
  • ৩১ ডিসেম্বর ২০২৫