মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- হাসান তামিম, ঢাকা কলেজ
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৬:৪৮ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২০, ০৬:৪৮ PM
টাঙ্গাইল থেকে মোটরসাইকেল যোগে ঢাকা ফেরার পথে দুর্ঘটনায় ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম মারা গেছেন। নিহত রবিউল ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ৷ আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা-আশুলিয়া সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই মোটরসাইকেল আরোহী বেড়িবাঁধ এলাকায় এসে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে একটি পিকআপ ভ্যানের মাধ্যমে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনার ওই সময়ে আশুলিয়া থানাধীন টোঙ্গাবাড়ি-২ এলাকায় ডিউটিতে ছিলেন এএসআই মঞ্জুরুল আলম। জাতীয় জরুরী সেবা-৯৯৯ থেকে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান তিনি।
এএসআই মঞ্জুরুল বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। মোটরসাইকেলটি উদ্ধার করে আশুলিয়া থানায় আনা হয়েছিল। পরে স্বজনরা এসে মোটরসাইকেল ও লাশ নিয়ে যায়।
এদিকে রবিউলের অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করেছেন তার সহপাঠীরা।