জবিতে র্যাগিংয়ে জড়ালে স্থায়ী বহিষ্কার
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৪:৫৬ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২০, ০৫:২৬ PM
নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতি কোন ধরণের র্যাগিং না করার নির্দেশনা জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। একইসঙ্গে ক্যাম্পাসে র্যাগিংয়ের আতঙ্কে ভোগার কোন কারণে নেই বলে জানানো হয়েছে। এছাড়া র্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে স্থায়ী বহিষ্কারের আদেশ জারি করেছে জবি প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
র্যাগিংয়ের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের কোন অভিযোগ নেই। কিন্তু নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে র্যাগিং নামক অত্যাচারের ভয় থাকে। যদি কারো বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ পাওয়া যায়, তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের র্যাগিং দেওয়া নিয়ে শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই নিয়ে সেসময়ে ক্যাম্পাসের কলা ভবন ও প্রশাসনিক ভবনের সামনে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়েছিল। তাদের দু’জনকে পুরান ঢাকার একটি হাসপাতালে ভর্তি করাও হয়েছিল।