ইবির ভর্তি পরীক্ষা শুরু কাল, ভর্তিচ্ছুদের বরণে ব্যাপক প্রস্তুতি

০৩ নভেম্বর ২০১৯, ১২:৩৫ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল সোমবার (৪ নভেম্বর)। চলবে ৬ নভেম্বর (বুধবার) পর্যন্ত।

প্রতিদিন মোট চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বরণ করতে এবং তাদের সর্বোচ্চ সেবা দিতে ইতোমধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তিচ্ছুদের থাকার জন্য প্রস্তুত করা হয়েছে আবাসিক হলগুলো। পরিষ্কার করা হয়েছে ক্যাম্পাসের প্রতিটি অঙ্গন। এছাড়া রঙ-বেরঙের আল্পনা আর তুলির ছোঁয়ায় সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন সড়ক।

এরইমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অবিভাবকরা। শিক্ষার্থীদের এই আগমনে আবাসিক হল এলাকাসহ ক্যাম্পাসের প্রতিটি স্থান সার্বক্ষণিক কোলাহলপূর্ন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের আবাসিক এলকাগুলোতে রমরমা ব্যবসা শুরু করেছে খাবারের দোকানগুলো। তবে ভর্তি পরীক্ষার দিনগুলোতে প্রতিটি খাবারের দোকানে বাড়তি দাম থাকে বলে অভিযোগ রয়েছে।

এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার জন্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরস্থিতি এড়াতে ক্যাম্পাসে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।

পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক তৎপর থাকবেন র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া যেকোনো ধরনের অপরাধ দমনে সর্বদা মনিটরিং করবে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষা ২০১৯-২০ নিরাপত্তা ও শৃঙ্খলা উপ কমিটির আহবায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, ‘অন্যান্য বারের মত এবারও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি। ভর্তিচ্ছু ও অবিভাবকরা যাতে আমাদের ক্যাম্পাস থেকে একটা ভালো ধারণা নিয়ে যেতে পারেন এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

সাকিবের ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা তামিমের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এক বিএনপি প্রার্থীকে দুই শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
হিজাব-নিকাব পরা নারীদের নিয়ে ছাত্রদল নেতা— ‘দেখলে ভয় লাগে, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিলে আইনি বাধা নেই, ফেরত দিত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬