ববিতে বাঁধনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৪ অক্টোবর ২০১৯, ০৯:৪৪ PM

© টিডিসি ফটো

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট। ‘দ্বাবিংশবর্ষ শেষে প্রতিজ্ঞা হোক, রক্তদানে দূর হবে মৃত্যুর শোক’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজিস সাদিক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক উজ্জ্বল হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক মো. হাসনাত জামান ও ছাত্রউপদেষ্টাসহ বাঁধনকর্মীবৃন্দ। র‌্যালিটি ভিসি ভবনের সামনে দিয়ে এসে ছাত্র শিক্ষক কেন্দ্রে শেষ হয়।

র‍্যালি শেষে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক উজ্জ্বল হোসেন বলেন, আজকের দিনটি আমাদের জন্য মাহেন্দ্রক্ষণ। আমাদের কাঙ্ক্ষিত একটি স্বপ্ন ছিল যা আজকে বাস্তবায়ন হতে চলেছে। বাঁধনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একটি আন্তর্জাতিক মানের ব্লাড ট্রান্সমিশন সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে। এই ট্রান্সমিশন সেন্টারের একটি সুবিধাজনক দিক হচ্ছে আমরা যখন ব্লাড দেই তখন রক্তের তিনটি কণিকায় ব্লাডের সাথে চলে যায়। কিন্তু আধুনিক ট্রান্সমিশন সেন্টারে রোগীর যে কণিকা লাগবে সেইটুকুই শরীর থেকে সরবরাহ করা যাবে। এতে বাকি কণিকাগুলো নষ্ট হবে না।

তিনি বলেন, এ ধরণের ট্রান্সমিশন সেন্টার বাংলাদেশের তিন/চারটা বেসরকারি হাসপাতালে আছে। তারা এটা করতে অনেক খরচ নেয়। এ ক্ষেত্রে বাঁধনের এই ট্রান্সমিশন সেন্টার শুধু টেকনিক্যাল খরচটা নিবে। মানুষ সুলভ মূল্য সেবা নিতে পারবে।

এ সময় তিনি বাঁধন, বাঁধন ববি ইউনিটের সাফল্য কামনা করে বাঁধন কর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে বাঁধন কর্মীদের বাঁধনের কর্মপন্থা-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বাঁধন ববি ইউনিটের ছাত্র উপদেষ্টা মুজাহিদুল ইসলাম তিমু ও কেন্দ্রীয় পর্যবেক্ষক ওয়াহিদুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৯৭ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের আত্মপ্রকাশ ঘটে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9