ইয়ুথ ক্যাম্পে যোগ দিতে চীন যাচ্ছে ইবির ৫ সদস্যের টিম

উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের  প্রতিনিধি দল
উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল  © টিডিসি ফটো

চায়না-বাংলাদেশ ইয়ুথ ক্যাম্প ২০১৯ এ যোগ দিতে চীন যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ সদস্যের একটি টিম। এতে একজন প্রভাষক ও চারজন শিক্ষার্থী অংশ নিবেন বলে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও সংযোগ অফিস সূত্রে জানা গেছে।

ইয়ুথ ক্যাম্প যোগদানের জন্য মনোনীতরা হলেন- ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শাহিদা আখতার আশা, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আদনান শাকুর, জান্নাতুল তাজরী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী নাবিলা আফরিদা রহমান রাকা ও রেজওয়ানা করিম।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন টিমের সদস্যরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিচার্সের (আইআইইআর) পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, চীনের বসন্ত নগরী খ্যাত কুনমিং শহরে আগামী ২৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ইয়ুথ ক্যাম্প ২০১৯ অনুষ্ঠিত হবে। এতে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিচার্স (আইআইইআর) এর তত্ত্বাবধায়নে পাঁচ শিক্ষক-শিক্ষার্থী অংশ নিবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘ক্যাম্পের এ অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে চলার পথে অত্যন্ত সহায়ক হবে। যেহেতু তারা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে। আশা রাখি, তাদের সকল কর্মকান্ড বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করবে।’


সর্বশেষ সংবাদ