© টিডিসি ফটো
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পাচ শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় ৩ লক্ষ ৮১ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: খোন্দকার নাসিরউদ্দিন তার কক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ৫ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পিযুষ সরকার ( ২ লাখ টাকা); পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী পবিত্র মন্ডল ( ৫০ হাজার টাকা), বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী তায়েব আহমেদ (৯০ হাজার টাকা), কৃষি বিভাগের শিক্ষার্থী নিয়ামুল ইসলাম ( ২১৫১৯) এবং গনিত বিভাগের শিক্ষার্থী খায়রুল আলম ( ২০ হাজার টাকা)টাকার চেক প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ।