সুবর্ণচর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের কমিটি গঠন

  © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নোয়াখালী জেলা শাখার সুবর্ণচর উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ই জুলাই) সুবর্ণচর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করেন জেলা শাখার আহ্বায়ক রাহুল দে, যুগ্ম আহ্বায়ক চয়ন ভৌমিক এবং জেলা কমিটির সদস্য সচিব সুমন চন্দ্র ভৌমিক।

নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক রুমন চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক অপু সাহা রাজ, যুগ্ম আহ্বায়ক সুব্রত দেবনাথ, যুগ্ম আহ্বায়ক রনি দাস, যুগ্ম আহ্বায়ক দিপেন দাস, যুগ্ম আহ্বায়ক সম্পদ দাস, যুগ্ম আহ্বায়ক প্রান্ত মজুমদার, যুগ্ম আহ্বায়ক প্রদীপ তালুকদার, যুগ্ম আহ্বায়ক অমিত জয়ন্ত অপি, যুগ্ম আহ্বায়ক শিবু দাস।

কার্যকরী সদস্য জুয়েল দাস, সুমন সাহা, প্রতাপ মজুমদার, সজীব রায়, রবিন চন্দ্র মজুমদার, জনি দাস, দুরন্ত দেবনাথ, সোহেল দাস, নিলয় মজুমদার।

সদস্য গোবিন্দ সাহা, রাসেল চন্দ্র দাস, রিপন কুমার, ছোটন চন্দ্র কর্মকার, সজল দাস, সুকান্ত কর্মকার, হৃদয় মজুমদার, দীপ্ত দাস, বৃন্ত দেবনাথ, মিশু দাস, বাঁধন চন্দ্র শীল, আশীষ দাস, রতন কাঁহার, সৈকত মজুমদার, রাজিব দাস, রনজিত দেবনাথ, স্বপন কাঁহার, প্রান্ত নাথ, পায়েল দাস, শুভ রায়, রনজিত সাহা, প্রান্ত রায়, নিতাই সাহা, জয়নন্দন কাঁহার, শ্রীরাম সাহা, রামানন্দ দাস, অন্তর চন্দ্র রায়, অর্জুন দাস সহ আরও প্রমুখ।

নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাজোটের সদস্য সচিব সুমন চন্দ্র ভৌমিক জানান, আগামী ৯০ দিনের জন্য সুবর্ণচর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হল এবং এর মধ্যে কমিটি পূর্নাঙ্গ করার জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হল।

সুমন চন্দ্র ভৌমিক আরও বলেন, হিন্দু ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং তাদের দাবি দাওয়া আদায়ে এবং পারষ্পরিক সহযোগীতা ও সম্পর্ক বৃদ্ধিতে এবং একতা বদ্ধ হয়ে থাকতে কাজ করবে নবগঠিত সুবর্ণচর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের কমিটি এমনটাই প্রত্যাশা।


সর্বশেষ সংবাদ