‘আজকের নবীন গবেষক আগামীর উচ্চতর পথ প্রদর্শক’

১৬ জুলাই ২০১৯, ০১:২৯ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘শিক্ষকতা জীবনের শুরুতেই ভাল শিক্ষাদান কৌশল লাভের সুযোগ পাওয়ায় আমি আমার সকল নতুন সহকর্মীদের খুবই ভাগ্যবান মনে করি। কেননা শিক্ষকতা জীবনের শুরুতেই তারা ভাল শিক্ষাদান কৌশল নিয়ে প্রশিক্ষণ লাভের সুযোগ পেয়েছেন।’

সোমবার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত সংস্কৃতি বিষয়ক সচেতনতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপাচার্য বলেন, ‘আমরা ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়ে দেশের অন্যতম গবেষকদের নিয়ে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করেছি। যেখানে অধ্যাপক ড. ফখরুল আলমের মতো আন্তর্জাতিকমানের খ্যাতিমান গবেষক রিসোর্স পারসন হিসেবে এসেছেন। যারা আমাদের প্রেরণা যোগিয়েছেন।’

এসময় তিনি নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিশ্বাস করি, যারা আজকের নবীন গবেষক তারাই আগামীর উচ্চতর পথ প্রদর্শক। সবাইকে নিজের ভেতরের মেধাকে কাজে লাগাতে হবে। তাহলেই এক একজন প্রশিক্ষিত জনগোষ্ঠীতে পরিণত হবে। আর এই প্রশিক্ষিত জনগোষ্ঠীই হবে একুশ শতকের প্রধান হাতিয়ার।’

বিশ^বিদ্যালয় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কাজী আকতার হোসেন প্রমুখ।

সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর চার মাসের জবাবদিহিতা: জাতীয় রাজনীতির ছোট মডেল
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে …
  • ২৭ জানুয়ারি ২০২৬