ইবিতে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’র নতুন কমিটি

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী শেখ রায়হান উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন খান নির্বাচিত হয়েছেন।

রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, সুবাসিত সদস্য সংবর্ধনা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ১১৫ জন ভোটারের মধ্যে ৬৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়াহেদ আলী। নির্বাচিত সভাপতি-সম্পাদকের আলোচনা সাপেক্ষ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠনটির উপদেষ্টা মন্ডলী সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে বর্ষসেরা ৬ সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ২০১২-১৩ এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সদস্যদের সুবাসিত সদস্য হিসেবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান শুরুর মূল পর্বে বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, দুপুরের মধ্যাহ্নভোজ ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারুণ্যের সদ্য বিদায়ী সভাপতি আরমান রেজা জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল গফুর গাজী, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম নাজমুল হুদা প্রমুখ।

এছাড়া বিদায়ী কমিটির সহ-সভাপতি নাজনিন নাহারের লাবনীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মমিনুল সিদ্দিকী রিপন, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক তাইয়েব হোসাইন জনিসহ ক্যাম্পাসের অন্যান্য সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কার্যক্রমসমূহের মধ্যে- ক্যাম্পাসে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা, স্বেচ্ছায় রক্তদান, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহযোগিতা উল্লেখযোগ্য।


সর্বশেষ সংবাদ