ইবির বাসের সঙ্গে অটো রিকশার সংঘর্ষ, আহত ১
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুন ২০১৯, ০৪:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০১৯, ০৪:৪৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভাড়ায় চালিত শিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বটতৈল এলাকার বিআরবি ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। এতে অটো রিকশায় থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া শহর হতে সকাল ১০টার ট্রিপে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে রাজধানী নামের একটি ভাড়ায়চালিত বাস। যার নম্বর: ঢাকা মেট্রো-ব ০২৫-০৫৩৯। বাসটি বটতৈল এলাকার বিআরবি ফ্যাক্টরির সামনে আসলে বিআরবির পকেট রাস্তা হতে একটি অটো হঠাৎ মহাসড়কে উঠে পড়ে।
এরপর ড্রাইভার সাথে সাথে ব্রেক চেপে ধরলে অটোটি বাসের সাথে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় অটোতে থাকা এক যাত্রী (পুরুষ) গুরুতর আহত হন। আহত ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী বা ড্রাইভার ও হেল্পার কেউই আহত হননি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের কর্মকর্তা আবুল খায়ের জানান, ‘ঘটনার পর আমরা বিষয়টি খোঁজ নিয়েছি। হঠাৎ করে বাসটি দূর্ঘটনার কবলে পড়লেও গাড়িতে থাকা আমাদের কোন শিক্ষার্থীর কোন সমস্যা হয়নি।’