প্রেমে রাজি না হওয়ায় জবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ সাংবাদিকের বিরুদ্ধে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির অভিযোেগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একটি জাতীয় দৈনিকের এক সাংবাদিকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি রকি আহম্মেদ (২৭)। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী, বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী দিয়া চৌধুরী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী রাজধানীর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থী দিয়া। এসময় তিনি অভিযোগ করেন, যোগাযোগ বন্ধ করলে অভিযুক্ত রকি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোেগ দায়ের করা হলে উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসা করা হয়। কিন্ত এরপরও থামেননি রকি। তার এসব কর্মকাণ্ডের ফলে তার ও তার পরিবারের মান-সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়েছেও বলেও উল্লেখ করেন দিয়া।
আরও পড়ুন : নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা ক্যাম্পাস থেকে বিতাড়িত হলেও দাপিয়ে বেড়াচ্ছে কর্মীরা
এদিকে থানায় দায়ের করা জিডিতে ওই নারী শিক্ষার্থী উল্লেখ করেন, অভিযুক্ত রকি আহম্মেদের সঙ্গে দিয়া চৌধুরীর পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বন্ধুত্বের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তি হলে সিট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করেন।
পরে হলে সিট হয়ে যাওয়ার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিতে থাকেন এবং চাপ প্রয়োগ করেন। প্রেমের প্রস্তাবে রাজি না হলে একপর্যায়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এমনকি হল থেকে নামিয়ে দেওয়ার ভয় দেখানো ও মিথ্যা সংবাদ প্রকাশের হুমকিও দেন তিনি।
জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর ছবি ব্যবহার করে বিভিন্ন স্ক্রিনশট আত্মীয়স্বজন ও এলাকার লোকজনদের কাছে পাঠান। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে অশ্লীল ভাষায় বার্তা পাঠিয়ে পরিবারকে হুমকি দেন। এমনকি ফেক আইডি খুলে ছবি ব্যবহার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে হয়রানির এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই সাংবাদিক। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে রকি আহমেদ বলেন, আমার সাথে ৯ মাসের প্রেম ছিল। একইসাথে সে আরও অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিল। একারণে তার সঙ্গে বিচ্ছেদ হয়। এখন সে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এমন কাজ করেছে। আমি তাকে হুমকি দেইনি।