তারেক রহমানের ফেরা উপলক্ষে ট্রেনের অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন বিএনপির

১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ PM
বিএনপির লোগো ও ট্রেনের বগি

বিএনপির লোগো ও ট্রেনের বগি © টিডিসি সম্পাদিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর লন্ডনে নির্বাসন থেকে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে দেশে ফিরবেন। দলের শীর্ষ নেতার দেশে ফেরা উপলক্ষে ব্যাপক জনসমাগম ও সংবর্ধনার কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর তিনশ ফিট এলাকায় তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আমাদের জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্দেশনা দিচ্ছি, তারা কীভাবে ২৪ ডিসেম্বর রাতে কিংবা ২৫ তারিখ সকালের মধ্যে প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকায় আসবেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যা কিছু দৃষ্টান্ত আছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসে যেন এই রকম ঘটনা না হয়, সেই রকম স্মরণীয় করে রাখার জন্য সমস্ত আয়োজন হচ্ছে। তিনি আরও বলেন, আশা করি সারাদেশে মানুষ সেজন্য অপেক্ষা করছেন।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক বিষয়। এতে সাধারণ মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। 

এদিকে, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে স্মরণকালের স্মরণীয় জনসমাগমের ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে বিএনপি। ওইদিন বিমানবন্দর থেকে রাজধানীর তিনশ ফিট এলাকায় জনতার ঢল নিশ্চিত করতে সরকারের রেলপথ মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন রুটের স্পেশাল ট্রেন ও অতিরিক্ত বগির আবেদনও করেছে দলটি। 

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আগমন করবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপির পক্ষ থেকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।

রেলপথ রুটের মধ্যে রয়েছে-১. কক্সবাজার-ঢাকা ২. সিলেট-ঢাকা ৩. জামালপুর-ময়মনসিংহ-ঢাকা ৪. টাঙ্গাইল-ঢাকা ৫. চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা ৬. পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা ৭. কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

বাবাকে ‘আইডল’ মানলেও অনুকরণে নারাজ নবিপুত্র
  • ১২ জানুয়ারি ২০২৬
সজীব গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকার ফার্মগেট
  • ১২ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9