ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কবি নজরুল সরকারি কলেজ ইউনিট
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কবি নজরুল সরকারি কলেজ ইউনিট  © টিডিসি ফটো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের স্কুলিং মডেল ও হাইব্রিড পদ্ধতি বাতিল করে সাত কলেজের স্বতন্ত্র কাঠামো বহাল রেখে এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রতিটি টায়ারে যোগ্য সকল কর্মকর্তার পদোন্নতির দাবিতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে কবি নজরুল কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের শিক্ষকরা। 

এ সময় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের শিক্ষকরা বলেন, আজ আমরা সারা দেশের সকল সরকারি কলেজ ও দপ্তর নিরুপায় হয়ে এখানে দাঁড়িয়ে মানববন্ধন করছি। আপনারা জানেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় যে খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে সেখানে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গঠনের জন্য যে ধরনের প্রক্রিয়া বিস্তর ও গবেষণার প্রয়োজন সেই ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হয়নি। সেই সাথে সুস্পষ্টতই রাজধানীর সাত কলেজের স্টেক হোল্ডার, সর্ব স্তরের শিক্ষার্থী, শিক্ষক এবং অংশীজনের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। 

শিক্ষকরা আরো বলেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু সন্তানতুল্য শিক্ষার্থীদের ক্লাস শুরুর দাবিটি অত্যন্ত ইতিবাচক এবং শিক্ষার্থী সুলভ আচরণের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করছি। সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের জীবন থেকে একটি দিনও নষ্ট হোক সেটা আমরা চাই না। শিক্ষার্থীরা রাজপথ থেকে  শ্রেণিকক্ষে ফিরে আসুক এটি আমাদের প্রত্যাশা। যদিও খসড়া অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হলেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন। তাই প্রস্তাবিত কাঠামোয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অবস্থান কি হবে তার স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি। 

মানববন্ধন কর্মসূচি শেষে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের শিক্ষকরা তাদের দাবির কথা জানিয়ে বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর সর্বস্তরে স্থায়ীভাবে কেবল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি করতে হবে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তারা তাদের কর্মসূচির ইতি ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ