© ফাইল ফটো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সিভিল ইন্জিনিয়ারিং বিভাগে ল্যাব ছাড়াই চলছে কম্পিউটার প্রোগ্রামিং সেশনাল কোর্সের পাঠদান কার্যক্রম। এমনকি এ ল্যাবনির্ভর কোর্সটির পরীক্ষাও নেয়া হবে কেবলমাত্র খাতায় লিখিতভাবে। সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক জানিয়েছেন, ল্যাব তৈরির পর এই কোর্সটি পুনরায় নেয়া হতে পারে।
এ বিষয়ে একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ল্যাব না থাকায় এই কোর্সটির ক্লাস নেয়া হয় ব্যক্তিগত কম্পিউটারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ‘আমাদের অনেকেরই ব্যক্তিগত কম্পিউটার নেই। ব্যাক্তিগত কম্পিউটার না থাকায় যার কম্পিউটার আছে তার পাশে বসে শুধুমাত্র প্রোগ্রামিং দেখতে হয়, হাতে কলমে শেখার সুযোগ হয়না। আর প্রোগ্রামিং হাতে কলমে না করলে শেখা যায়না। এর ফলে যাদের কম্পিউটার নেই তারা এ কোর্স থেকে তেমন কিছুই শিখতে পারছি না।’
এর পাশাপাশি প্রোগ্রামিং এর ল্যাব কোর্স কিভাবে খাতায় লিখিতভাবে পরীক্ষা দেবে তা নিয়েও শঙ্কিত শিক্ষার্থীরা। ল্যাব না থাকার বিষয়টি নিশ্চিত করে ওই কোর্সের শিক্ষক সাথী পাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘ল্যব না থাকায় আমাদের কোর্সটি পড়াতে বেশ সমস্যা হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের ব্যক্তিগত কম্পিউটার দ্বারা যতটা সম্ভব পড়াতে।’
ল্যাব ছাড়া কিভাবে পরীক্ষা নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত আমরা শুধুমাত্র থিওরির পরীক্ষা নেব এবং ল্যাব তৈরির পরে ডিপার্টমেন্টের চেয়ারম্যান অনুমতি দিলে পুনরায় কোর্সটি পড়িয়ে পরীক্ষা নিবো।’ ল্যাব কবে তৈরি হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই শিক্ষক জানান, ল্যাবের বিষয়ে তারা বিভাগীয় সভাপতির নিকট আবেদন করেছেন এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ফাতেমা খাতুনকে একাধিকবার ফোন দেয়া হলেও হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, ২০১৭-১৮ সেশন থেকে বশেমুরবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে যাত্রা শুরু করে সিভিল ইন্জিনিয়ারিং বিভাগ। কিন্ত এখন পর্যন্ত এই বিভাগে নেই কোন ধরনের ল্যাবের সুযোগ-সুবিধা। বর্তমানে বিভাগটির অধীনে প্রায় ১৫০ জন শিক্ষার্থী স্নাতক পর্যায়ে অধ্যায়নরত রয়েছেন।